বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ ইচ্ছুক সম্মানিত যাত্রীসাধারণ নির্দিষ্ট ট্রেনসমূহের টিকিট ক্রয়ের পূর্বে জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ প্রর্দশন ও নিজস্ব মোবাইল নম্বর (PNR-পিএন আর) জানানো বাধ্যতামূলক করা হয়েছে। এই কাজটি পুনারাবৃত্তি পরিহারে বাংলাদেশ রেলওয়ের ওয়েব সাইটের নির্দিষ্ট লিংকে প্রবেশ করে সম্মানিত যাত্রীসাধারণ তাদের জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদ ও নিজস্ব মোবাইল নম্বর ( PNR-পিএন আর) নিবন্ধন করতে পারবেন।
যার ফলে সম্মানিত যাত্রীসাধারণ পরবর্তী সময় ট্রেনের টিকিট ক্রয়কালে শুধুমাত্র PNR-পিএন আর বা নিজস্ব মোবাইল নম্বরের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সকল কাউন্টার হতে টিকিট ক্রয় করতে পারবেন। লিংকটিতে প্রবেশের জন্য এখানে https://www.esheba.cnsbd.com/pnr ক্লিক করুন।
উল্লেখ্য, এই কার্যক্রমের সাথে মোবাইল অ্যাপস (Rail Sheba) বা ই-টিকিটিং সাইট esheba.cnsbd.com কোন যোগসূত্র নাই।